বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারী প্রকৌশল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি স্থাপিত হয় ১৯৬৮ সালে প্রকৌশল কলেজ চট্টগ্রাম নামে সর্বশেষ ২০০৩ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়।এটি চট্টগ্রাম শহরের থেকে ২৫ কিলোমিটার দূরে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়ন এ চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাশে অবস্থিত। চুয়েট এ বর্তমানে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী এখানে প্রকৌশল, স্থাপত্য, নগর পরিকল্পনা ও বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেন। চুয়েটে ছয়টি আবাসিক হল রয়েছে।
গুরুত্বপূর্ন তথ্যাবলী
- সেকেন্ড টাইম চালু নেই।
- ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
- পরীক্ষা হবে লিখিত।
বিগত বছরের পরিসংখ্যান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ১২ই অক্টোবর (শনিবার) ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল। ভর্তি পরীক্ষায় ১২টি বিভাগে ভর্তির জন্য নিয়মিত ৮৯০ আসনের (১১টি উপজাতি কোটাসহ সর্বমোট ৯০১ আসন) বিপরীতে ৮ হাজার ৪৮১ জন চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে প্রথম পর্যায়ে মোট ৪ হাজার জনের তালিকা প্রকাশ করা হয়েছিল।
বিভাগসমূহ এবং আসন সংখ্যা
বিভাগের নাম | আসন সংখ্যা |
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ১৩০ টি |
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং | ১৩০ টি |
সিভিল ইঞ্জিনিয়ারিং | ১৩০ টি |
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং | ১৩০ টি |
ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং | ৩০ টি |
ম্যাটারিয়ালস সায়েন্স এন্ডইঞ্জিনিয়ারিং | ৩০ টি |
পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং | ৩০ টি |
মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং | ৩০ টি |
ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং | ৩০ টি |
আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং | ৩০ টি |
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং | ৩০ টি |
আর্কিটেকচার | ৩০ টি |
আবাসিক হলসমূহ
হলের নাম | আসনসংখ্যা |
শহীদ মোঃ শাহ হল (সাউথ হল) | ৪১৫ |
ডঃ কুদরত-ই-খুদা হল | ৪৩৩ |
শহীদ তারেক হূদা হল (নর্থ হল) | ৩৭৬ |
সুফিয়া কামাল হল (ছাত্রী হল) | ২০০ |
বঙ্গবন্ধু হল | ৫৭২ |
শেখ রাসেল হল | ৪০০ |
বর্তমানে ছাত্রীদের জন্য আর একটি হলের নির্মাণকাজ চলমান রয়েছে যা সুফিয়া কামাল হলের পাশেই অবস্থিত।