বাংলাদেশের রাজধানী ঢাকার সদর ঘাটে অবস্থিত একটি অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সংক্ষিপ্তরুপঃ জবি বা JNU)। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে ১৮৫৮ সালে এবং ২০০৫ সালে বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাশ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।
এই বিশ্ববিদ্যালয়ে ৬টি অনূষদে ৩৬ টি বিভাগ ও ২টি ইনস্টিটিউট রয়েছে । এখানে প্রায় ২৩,০০০ ছাত্র-ছাত্রী এবং ১হাজার শিক্ষক রয়েছেন ।
বাংলাদেশের একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয়।
গুরুত্বপূর্ন তথ্যাবলী:
★সেকেন্ড টাইম চালু নেই।
★ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
★গত কয়েক বছর পরীক্ষা লিখিত পদ্ধতিতে হয়েছিল।
গত বছর জবি ভর্তি পরীক্ষার সময়সূচী
ইউনিট/বিভাগ | তারিখ | মন্তব্য |
ইউনিট-৩ বাণিজ্য শাখা | ১৪/০৯/২০১৯ | বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজস্ব তত্ত্বাবধানে লিখিত ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। |
ইউনিট-২ মানবিক শাখা | ২০/০৯/২০১৯ | |
ইউনিট-১ বিজ্ঞান শাখা | ২১/০৯/২০১৯ | |
সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ | ২৯/০৯/২০১৯ তারিখ রবিবার থেকে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগে শুরু হবে। |
ইউনিট পরিচিতি:
ইউনিট ১
বিভাগের নাম | আসন সংখ্যা |
গণিত | ৮০ টি |
পদার্থবিজ্ঞান | ৮০ টি |
রসায়ন | ৮০ টি |
পরিসংখ্যান | ৮০ টি |
প্রাণিবিদ্যা | ৮০ টি |
উদ্ভিদবিদ্যা | ৮০ টি |
ভূগোল ও পরিবেশবিদ্যা | ৮০ টি |
ফার্মেসী | ৩৫ টি |
বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলোজি | ৩০ টি |
মাইক্রোবায়োলজি | ৪০ টি |
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি | ৩০ টি |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ৫০ টি |
মনোবিজ্ঞান | ৮০ টি |
ইউনিট ২
বিভাগের নাম | আসন সংখ্যা |
ইংরেজি | ৮০টি |
বাংলা | ৮০টি |
দর্শন | ৮০টি |
ইতিহাস | ৮০টি |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ৮০টি |
ইসলামিক স্টাডিজ | ৮০টি |
আইন | ৮০টি |
ভুমি আইন ও ব্যবস্থাপনা | ৬০টি |
শিক্ষা ও গবেষণা (আই.ই.আর) | ৫০টি |
ইন্সটিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজ(আই.এম.এল) | ৪০টি |
অর্থনীতি | ৮০টি |
রাষ্ট্রবিজ্ঞান | ৮০টি |
সমাজবিজ্ঞান | ৮০টি |
সমাজকর্ম | ৮০টি |
নৃবিজ্ঞান | ৮০টি |
গণযোগাযোগ ও সাংবাদিকতা | ৮০টি |
লোকপ্রশাসন | ৮০টি |
ইউনিট ৩
বিভাগের নাম | আসন সংখ্যা |
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম | ১৬০ টি |
ম্যানেজমেন্ট স্টাডিজ | ১৬০ টি |
মার্কেটিং | ১০০ টি |
ফাইন্যান্স | ১০০ টি |
E ইউনিট
বিভাগের নাম | আসন সংখ্যা |
সংগীত | ৩০ টি |
চারুকলা | ২৫ টি |
ফিল্ম এন্ড টেলিভিশন | ১৫ টি |
নাট্যকলা | ১২টি |
সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ -এ ৪টি বিভাগে সম্মিলিত লিখিত পরীক্ষা হয় না। শুধু বিষয়ভিত্তিক ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নেয়া হয়ে থাকে।
