জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ময়মনসিংহ জেলায় অবস্থিত কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলার নামাপাড়ার বটতলায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজরিত বটতলা ঘেঁষে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। কবি নজরুল ছোট বেলায় এই বটগাছের নিচে বসে বাঁশি বাজাতেন। কবি ত্রিশালের দরিরামপুর হাই স্কুলে পড়াশুনা করতেন ।
বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে বর্তমানে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৪ টি অনুষদের অধীনে মোট ১৯ টি বিভাগ রয়েছে।এই বিশ্ববিদ্যালয়ে দুটি আবাসিক হল রয়েছে।
গুরুত্বপূর্ন তথ্যাবলী:
১. সেকেন্ড টাইম চালু আছে।
২. ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
৩. এমসিকিউ এবং রিটেন পদ্ধতিতে পরীক্ষা হবে।
বিগত বছরের পরিসংখ্যান
ইউনিট | তারিখ |
A | ১৭ নভেম্বর ২০১৯ |
B | ১৮ নভেম্বর ২০১৯ |
C | ১৯ নভেম্বর ২০১৯ |
D | ২০ নভেম্বর ২০১৯ |
E | ২১ নভেম্বর ২০১৯ |
ছাত্রদের হলের নাম
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
- অগ্নিবীণা হল ছাত্রীদের হল
ছাত্রীদের হলের নাম
- শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল(নির্মাণাধীন)
- দোলনচাঁপা হল
ইউনিট পরিচিতি ও আসন সংখ্যা
ইউনিটের নাম | ইউনিটভুক্ত বিভাগের নাম ও আসন সংখ্যা | মোট আসন সংখ্যা |
A ইউনিট | (১) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ-৫৫ টি (২) ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ-৫০ টি (৩) দর্শন- ৫০ টি | ১৫৫ টি |
B ইউনিট | (১) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই)-৪০ টি (২) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই)-৪০ টি (৩) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইএসই)- ৪০ টি (৪) পরিসংখ্যান বিভাগ – ৪০ টি | ১৬০ টি |
C ইউনিট | (১) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ-৫০ টি (২) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ-৫০ টি (৩) হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট বিভাগ-৫০ টি (৪) ব্যবস্থাপনা বিভাগ – ৫০ টি | ২০০ টি |
D ইউনিট | (১) অর্থনীতি বিভাগ-৫০ টি (২) লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগ-৫০ টি (৩) আইন ও বিচার বিভাগ- ৫০ টি (৪) ফোকলোর বিভাগ-৫০ টি (৫)নৃবিজ্ঞান বিভাগ-৫০ টি (৬) পপুলেশন সায়েন্স বিভাগ -৫০ টি (৭) স্থানীয় সরকার এবং নগর উন্নয়ন বিভাগ-৫০ টি (৮) সমাজবিজ্ঞান বিভাগ-৫০ টি | ৪০০ টি |
E ইউনিট | (১) সংগীত বিভাগ-৫৫ টি (২) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ-২৫ টি (৩) চারুকলা বিভাগ-৪০ টি (৪) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ-২৫ টি | ১৪৫ টি |
মোট আসন সংখ্যা | ১০৬০ টি |