দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত প্রায় ৭৫৩ একর বা ৩০৪ হেক্টর এলাকাজুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস৷এটি স্থাপিত হয় ১৯৫৩ সালের ৬জুলাই।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৫টি উচ্চতর গবেষণা ইন্সটিটিউট, ৯টি অনুষদের অধীনে ৫৬টি বিভাগে বর্তমানে পরিচালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম৷যার বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬ হাজার৷
আরও রয়েছে সাবাস বাংলাদেশ, গোল্ডেন জুবিলি টাওয়ার , শহীদ স্মৃতি সংগ্রহশালা ,এদেশের সর্বপ্রথম স্থাপিত মুক্তিযুদ্ধ জাদুঘর।
ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ
★সেকেন্ড টাইম চালু নেই।
★ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
★পরীক্ষা হবে লিখিত এবং এমসিকিউ।
★সকল গ্রপ সকল ইউনিট এ আবেদন করতে পারবে।
★জিপিএ থেকে কোন নাম্বার যুক্ত হয় না।
গত ২০১৯ সালের ভর্তি পরীক্ষার সময়সূচীঃ
- এ ইউনিটঃ ২১-১০-২০১৯
- বি ইউনিটঃ ২১-১০-২০১৯
- সি ইউনিটঃ ২২-১০-২০১৯
প্রতি ইউনিটে তিন শিফট করে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
ভর্তি পরীক্ষার মানবন্টনঃ
৬০ মার্কের এমসিকিউ এবং লিখিত ৪০ নম্বর।
লিখিত প্রশ্ন ২০ টি (Short answer Question) এবং ২০টি প্রশ্নে ৪০ নম্বর।লিখিত প্রশ্নের জন্য সময় ৪০ মিনিট।
এমসিকিউ প্রশ্ন ৬০টি, যার সময় ৫০ মিনিট।
প্রতিটি ইউনিটে পাস মার্ক – ৪০%
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং ইনস্টিটিউট সমূহঃ
- কলা অনুষদ
- বিজ্ঞান অনুষদ
- প্রকৌশল অনুষদ
- কৃষি অনুষদ
- বিজনেস স্টাডিজ অনুষদ
- সামাজিক বিজ্ঞান অনুষদ
- আইন অনুষদ
- জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ
- চিকিৎসা বিজ্ঞান অনুষদ
- চারুকলা অনুষদ
এছাড়া উচ্চতর গবেষণা ইনস্টিটিউট রয়েছে ৫টি। ইন্সটিটিউটসমূহঃ
- ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ
- ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স
- ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট
- পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট
- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট পরিচিতি
২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ইউনিট সংখ্যা কমিয়ে ৩টিতে নামিয়ে আনা হয়েছিল।
ইউনিট- এ : | কলা অনুষদ , আইন অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ: চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট |
ইউনিট- বি : | বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। |
ইউনিট- সি : | বিজ্ঞান অনুষদ জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ কৃষি অনুষদ এবং প্রকৌশল অনুষদ। |
এ ইউনিট
বিভাগের নাম | আসন সংখ্যা |
দর্শন | ১১০ টি |
ইতিহাস | ১১০ টি |
ইংরেজী | ১০০ টি |
বাংলা | ১০০ টি |
সমাজবিজ্ঞান | ১০০ টি |
আইন | ১১০ টি |
আন্তর্জাতিক সম্পর্ক | ৪০ টি |
নৃবিজ্ঞান | ৫৬ টি |
ফোকলোর | ৬৬ টি |
লোক প্রশাসন | ৬০ টি |
ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট | ৬৬ টি |
অর্থনীতি | ১১০ টি |
রাষ্ট্রবিজ্ঞান | ১১০ টি |
সমাজকর্ম | ৯০ টি |
গণযোগাযোগ ও সাংবাদিকতা | ৫০ টি |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ১১০ টি |
উর্দু | ৪০ টি |
আরবী | ১১০ টি |
সংস্কৃত | ৫৬ টি |
নাট্যকলা | ২৫ টি |
সংগীত | ৩০ টি |
গ্রাফিক ডিজাইন ,কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস | ৪৫ টি |
মৃৎশিল্প ও ভাস্কর্য | ৩০ টি |
চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র | ৪৫ টি |
ফারসি ভাষা ও সাহিত্য | ৪০ টি |
ইসলামিক স্টাডিজ | ১১০ টি |
আইন ও ভূমি প্রশাসন | ৫০ টি |
শিক্ষা ও গবেষনা ইন্সটিটিউট (আই ই আর) | ৫০ টি |
বি ইউনিট
বিভাগের নাম | আসন সংখ্যা |
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা | ১১০ টি |
ম্যানেজমেন্ট স্টাডিজ | ১০০ টি |
মার্কেটিং | ১১০ টি |
ফিন্যান্স | ১০০ টি |
ব্যাংকিং ও ইন্স্যুরেন্স | ৬০ টি |
ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আই.বি.এ) | ৫০ টি |
ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট | ৩০ টি |
সি ইউনিট
বিভাগের নাম | আসন সংখ্যা |
গণিত | ১১০ টি |
পদার্থবিজ্ঞান | ৯০ টি |
রসায়ন | ১০০ টি |
পরিসংখ্যান | ৯০ টি |
প্রান রসায়ন ও অনুপ্রান বিজ্ঞান | ৫০ টি |
ফার্মেসী | ৫০টি |
পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট | ৬০ টি |
ফলিত গণিত | ৮০ টি |
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান | ৩০ টি |
ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং | ৫০ টি |
ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল | ৭০ টি |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ৪৬ টি |
ইনফরম্যাশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং | ৪৬ টি |
ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ৪০ টি |
ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং | ৩০ টি |
ভূগোল ও পরিবেশবিদ্যা | ৭৬ টি |
মনোবিজ্ঞান | ৭০ টি |
উদ্ভিদবিজ্ঞান | ৮৮ টি |
প্রানিবিজ্ঞান | ৮০ টি |
ভূতত্ত্ব ও খনিবিদ্যা | ৬০ টি |
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি | ৪০ টি |
চিকিৎসা মনোবিজ্ঞান | ২৬ টি |
ফিশারিজ | ৫০ টি |
এগ্রোনোমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন | ৫৬ টি |
ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস | ৫০ টি |
ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি | ৫৬ টি |
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস জুড়ে রয়েছে ছাত্রদের জন্য ১১টি আবাসিক হল। ছাত্রীদের জন্য রয়েছে ৬টি আবাসিক হল। গবেষকদের জন্য রয়েছে একটি ডরমিটরি।
ছাত্রদের হলঃ
- মতিহার হল
- শের-ই-বাংলা ফজলুল হক হল
- শহীদ হবিবুর রহমান হল
- মাদার বখ্শ হল
- নবাব আবদুল লতিফ হল
- সৈয়দ আমীর আলী হল
- শহীদ শামসুজ্জোহা হল
- শহীদ সোহ্রাওয়ার্দী হল
- জিয়াউর রহমান হল
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
- শাহ্ মাখদুম হল
ছাত্রীদের হল
- বেগম রোকেয়া হল
- রহমতুন্নেসা হল
- বেগম খালেদা জিয়া হল
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল
- মুন্নুজান হল
- তাপসী রাবেয়া হল
রাজশাহীকে বাংলাদেশের শিক্ষা নগরী বলা হয়।আর রাজশাহী বিশ্ববিদ্যালয় হলো এর ধারক।বাংলাদেশের অন্যতম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এটি।সবাইকে স্বাগতম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু উল্লেখযোগ্য স্থানঃ
প্রবেশ পথ শহীদ মিনার সাবাশ বাংলাদেশ ভাস্কর্য প্যারিস রোড সিনেট ভবন কেন্দ্রীয় গ্রন্থাগার