হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের ২য় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রংপুর বিভাগের প্রথম বিশ্ববিদ্যালয় এটি।এটি স্থাপিত ১১সেপ্টেম্বর ১৯৯৯।এই বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদের অধীন ২৩টি স্নাতক ডিগ্রী এবং পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের অধীন ৩২টি স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করে। শিক্ষার্থী সংখ্যা ১১,০০০ জন এবং শিক্ষক প্রায় ৮০০ জন। বর্তমানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।
গুরুত্বপূর্ন তথ্যাবলী:
- সেকেন্ড টাইম চালু আছে
- ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না
- পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে
বিগত বছরের পরিসংখ্যান:
গত বছরের পরীক্ষার সময়সূচীঃ ২-১২-২০১৯ হতে ৪-১২-২০১৯
ইউনিট পরিচিতি:
ইউনিট | অনুষদ |
A | ১। এগ্রিকালচার ২। ফিসারিজ ৩। ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স |
B | ১। ইঞ্জিনিয়ারিং ২। ইঞ্জিনিয়ারিং (আর্কিটেকচার) ৩। বিজ্ঞান |
C | বিজনেস স্টাডিজ |
D | সােস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস |
A ইউনিটের আওতাভুক্ত বিভাগের নাম ও আসন সংখ্যা
বিভাগের নাম | আসন সংখ্যা |
বিএসসি ইন এগ্রিকালচার | ৩৭৫টি |
ফিসারিজ | ১১০টি |
ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স | ১০০টি |
B ইউনিটের আওতাভুক্ত বিভাগের নাম ও আসন সংখ্যা
বিভাগের নাম | আসন সংখ্যা |
বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ৭০টি |
বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং | ৭০টি |
বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং | ৭০টি |
বি.এসসি. ইন ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং | ৬০টি |
বি.এসসি. ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং | ৬০টি |
বি.এসসি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং | ৫০টি |
বি.এসসি. ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং | ৫০টি |
ব্যাচেলর অব আর্কিটেকচার | ৩৫টি |
বি.এসসি. (অনার্স) রসায়ন | ৭৫টি |
বি.এসসি. (অনার্স) পদার্থ | ৭৫টি |
বি.এসসি. (অনার্স) গণিত | ৮০টি |
বি.এসসি. (অনার্স) পরিসংখ্যান | ৮০টি |
C ইউনিটের আওতাভুক্ত বিভাগের নাম ও আসন সংখ্যা
বিভাগের নাম | আসন সংখ্যা |
বি.বি.এ ইন ফিন্যান্স | ৭০টি |
বি.বি.এ ইন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম | ৭০টি |
বি.বি.এ ইন ম্যানেজমেন্ট | ৭০টি |
বি.বি.এ ইন মার্কেটিং | ৭০টি |
D ইউনিটের আওতাভুক্ত বিভাগের নাম ও আসন সংখ্যা
বিভাগের নাম | আসন সংখ্যা |
বি. এ (অনার্স) ইংরেজী | ১০৫টি |
বি.এস.এস (অনার্স) অর্থনীতি | ১০৫টি |
বি.এস.এস (অনার্স) সমাজ বিজ্ঞান | ১০৫টি |
ডেভেলপমেন্ট স্টাডিজ | ৫০টি |
বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা:
বিশ্ববিদ্যালয়ের আবাসন সঙ্কট বিদ্যমান। বর্তমানে ছেলেদের জন্য ৪ টি হল ও মেয়েদের জন্যে ৩ টি হল বিদ্যমান। ছেলেদের জন্যে শেখ রাসেল হল, শেখ রাসেল (সম্প্রসারিত) হল, শহীদ জিয়াউর রহমান হল, তাজউদ্দীন আহমেদ হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল । মেয়েদের জন্যে বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিব হল, কবি সুফিয়া কামাল হল ও আইভি রহমান হল। বিদেশি ছাত্রদের জন্য আলাদা আবাসন রয়েছে।