প্রশ্ন ব্যাংক সমাধান
বিষয় ভিত্তিক প্রতিটা অধ্যায় গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক এবং রচনামূলক প্রশ্ন এবং উত্তর দেখে দেখো এক জায়গায়।
বিষয় ভিত্তিক প্রতিটা অধ্যায় গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক এবং রচনামূলক প্রশ্ন এবং উত্তর দেখে দেখো এক জায়গায়।
প্রশ্নব্যাংক সেকশন থেকে অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিয়ে ,প্রস্তুতি যাচাই করে নাও প্রেকটিস এক্সাম সেকশন থেকে।
নিজে নিজে বিষয়ভিত্তিক লিখিত এবং নৈর্ব্যত্তিক এক্সাম দাও এবং এক্সাম ভীতি দূর করো।
নির্দিষ্ট রুটিন অনুসারে অনলাইনে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম দাও। সকল এক্সাম শেষে জিপিএ ভিত্তিক রেজাল্ট পেয়ে যাবে।
পরীক্ষার রুটিন প্রকাশের সাথে সাথে বাসায় বসে চূড়ান্ত প্রস্তুতির জন্য দেয়া হবে ফাইনাল সাজেশন।যা তোমাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।
পুরো বই থেকে যে কোন প্রশ্ন করো এবং অভিজ্ঞ শিক্ষক থেকে বুঝে নাও।পড়ালেখা সংক্রান্ত যে কোন সমস্যায় আমরা আছি তোমার পাশে।
আপনার প্রস্তুতির জন্য এই অ্যাপে যে ভিডিও লেসন, নোট, পরীক্ষা ও সমাধান দেওয়া আছে তাই যথেষ্ট। আপনি কয়েকদিন নিয়মিত অ্যাপে পড়াশোনা করুন, তাহলেই বুঝতে পারবেন। অল্প কিছু গ্যাপ থাকতে পারে, সেগুলো পেয়ে যাবেন অ্যাপে, কিছুদিনের মধ্যেই।
১। মোবাইল অ্যাপের সাইড মেন্যু তে যান।
২। ‘Buy Package’ অপশনে ক্লিক করুন।
৩। বিষয় ও প্যাকেজ সিলেক্ট করুন।
৪। Proceed , Checkout বাটন চেপে যেতে থাকুন
৫। বিকাশ অথবা রকেট অথবা ভিসা বা মাস্টার কার্ড সিলেক্ট করে আপনার পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করুন।
আমরা যে সেবাটা দিচ্ছি সেগুলো ফ্রিতে দেওয়া সম্ভব কিনা বিবেচনা করে দেখুন।
১। আমরাই একমাত্র পুরো বইয়ের ভিডিও লেসন, নোট দিচ্ছি। অন্যদের কাছে অল্প কিছু পাবেন যেটা দিয়ে আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে না। তাছাড়া আমাদের ভিডিও লেসনগুলো অ্যানিমেটেড যা থেকে আপনি অনেক ভালোভাবে শিখতে পারবেন, যেটা অন্য কেউ দিচ্ছে না।
আপনার ইন্টারনেট খরচ বাচাতে আমরা মাত্র ৩০০/৪০০ টাকায় DVD / মেমোরি কার্ড কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি। লেকচার সীট/ বই আমরা খুবই স্বল্প মূল্যে কুরিয়ার করে পাঠিয়ে দেই। এগুলো কি ফ্রি তে দেওয়া সম্ভব?
২। ছাত্র ছাত্রী রা মোবাইলে ছবি তুলে তাদের সমস্যাগুলো পোষ্ট করতে পারে। আমাদের শিক্ষকগণ সেগুলোর সমাধান দিয়ে দেয়।
৩। আর আমাদের সকল কনটেন্ট প্রফেশনাল দের দ্বারা তৈরি। যেটা ফ্রি তে দেওয়া সম্ভব না।
এক কথায়, এই অ্যাপটি আপনার গৃহশিক্ষকের মত কাজ করবে। এই সেবাগুলো আপনি কোথাও ফ্রি তে পাবেন না। আমরা যে ফি ধার্য করেছি তা কোচিং বা প্রাইভেট থেকে অনেকগুণ কম।
১। অ্যাপে যেখানে বিষয়গুলো আছে সেখানে ডানে স্ক্রল করুন। তাহলেই পেয়ে যাবেন।
২। My Profile চেক করুন। Study Level ঠিক না থাকলে এডিট করে ঠিক করুন।
১। মোবাইল অ্যাপের সাইড মেন্যু তে যান।
২। ‘Coupon’ অপশনে ক্লিক করুন।
৩। ‘Add Coupon’ বাটনে ক্লিক করুন।
৪। ফাকা ঘরে কুপন কোড টি লিখুন ও ‘Apply Coupon’ বাটনে ক্লিক করুন।
পরবর্তীতে কোর্স কেনার সময় কুপনে ক্লিক করলে ডিসকাউন্ট হয়ে যাবে।
প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা,
আসসালামু আলাইকুম। করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের জন্য আমরা অনেক কঠিন সময় পার করছি। তবে করোনা পরিস্থিতিতে শিক্ষা ব্যাবস্থায় এসেছে আমূল পরিবর্তন। তাই শত বাধা সত্ত্বেও এই পরিবর্তনের সাথে তোমাদের খাপ খাইয়ে চলতে হবে। এমূহুর্তে একটু অসর্কতা তোমার জন্য ক্ষতি বয়ে আনতে পারে।
সবার জন্য আবারও শুভকামনা।